আমি দেখি’ কবিতায় কবির বৃক্ষপ্রীতি

আমি দেখি

কবি- শক্তি চট্টোপাধ্যায়

মূল গ্রন্থ- অঙ্গুরি তোর হিরণ্য জল

১। ‘আমি দেখি’ কবিতায় কবির বৃক্ষপ্রীতি কীভাবে ফুটে উঠেছে তার সংক্ষিপ্ত পরিচয় দাও। অথবা,

‘আমি দেখি’ কবিতার মূল ভাব নিজের ভাষায় লেখ।

উত্তর- শক্তি চট্টোপাধ্যায়ের ‘আমি দেখি’ কবিতায় সবুজের জন্য কবিমনের হাহাকারের কথাই কাব্যরূপ লাভ করেছে । কবিতার শুরুতেই কবি বলেছেন- ‘গাছগুলো তুলে আনো, বাগানে বসাও’। কোনরকম রাখঢাক না করেই কবি অকপটে গাছের প্রয়োজনীয়তার কথা বলেছেন- ‘আমার দরকার শুধু গাছ দেখা’। সবুজের প্রতি কবির এই গভীর আকাঙ্ক্ষার দুটি কারণ –

সবুজের বিচ্ছেদবেদনা- একসময় কবিপ্রাণের নিত্য-গন্তব্য ছিল অরণ্য। কিন্তু কবির আক্ষেপ-  ‘বহুদিন জঙ্গলে কাটেনি দিন/ বহুদিন জঙ্গলে যাইনি’। বর্তমানে কবি নগর-জীবনের অধিবাসী। নগর মানেই চারিদিকে ধূসর কংক্রিটের সাম্রাজ্য, সেখানে সবুজের অনটন ঘটে। আসলে, অজস্র্য বৃক্ষনিধনের মধ্য দিয়েই নগরায়ন সম্পন্ন হয়। কবি একান্তভাবেই সবুজের  কামনা করেন।

আমি দেখি
আমি দেখি

আরোগ্যের জন্য সবুজ- ব্যস্ত নাগরিক-জীবন মানুষের প্রাণশক্তি নিংড়ে নেয়- মানুষকে ক্লান্ত-শ্রান্ত করে তোলে। চারিদিকে সবুজের হাহাকার মানুষকে রোগগ্রস্ত করে তোলে। কবিও এখন নাগরিক-জীবন যাপন করেন। তাঁর প্রাণের প্রতিবেশে এখন আর সবুজের সমারোহ নেই। কিন্তু কবি বোঝেন যে ‘শহরের অসুখ হাঁ করে কেবল সবুজ খায়’ । জরাগ্রস্ত নগরজীবনে ‘আরোগ্যের জন্য ঐ সবুজের ভীষণ দরকার’।

তবে কবির আকুলতা সবচেয়ে বেশি কবির গাছ দেখার জন্য। তিনি দু’চোখ ভরে গাছ দেখতে চান- আর চান দেহ দিয়ে তাদের অনুভব করতে। শহরের একফালি জমিতে বাগান বানানো হোক- কবি শুধু দেখে যেতে চান।

error: Content is protected !!