দ্বাদশ শ্রেণির বাংলা
শম্ভু মিত্রের নাটক বিভাব
প্রশ্ন- “তাদের অভিনয় দেখে আইজেনস্টাইন সাহেব অত্যন্ত উচ্ছ্বসিত হয়ে অনেক কথা লিখেছেন।” – আইজেনস্টাইন সাহেব কে? তিনি কাদের অভিনয় দেখে উচ্ছ্বসিত হয়েছিলেন? সেই অভিনয় দেখে তিনি কী লিখেছিলেন? ১+১+৩ (উঃ মাঃ ২০১৭)
উত্তর- শম্ভু মিত্রের ‘বিভাব’ নাটকে উল্লেখিত আইজেনস্টাইন সাহেব হলেন রুশদেশীয় বিখ্যাত চিত্র-পরিচালক।
একবারে কাবুকি থিয়েটার নামক একটি জাপানি থিয়েটার মস্কোতে গিয়েছিল। তাদের অভিনয় দেখে আইজেনস্টাইন সাহেব উচ্ছ্বসিত হয়ে ছিলেন।
জাপানের কাবুকি থিয়েটার দেখে আইজেনস্টাইন সাহেব লিখেছিলেন যে কাবুকি থিয়েটারের অভিনয়েও ‘ভঙ্গির বহুল ব্যবহার আছে’। উদাহরণ হিসেবে তিনি কিছু দৃশ্যের কথা তুলে ধরেছিলেন। যেমন-
একজন নাইট ক্ষুব্ধ হয়ে দুর্গ থেকে বেরিয়ে যাচ্ছেন। তিনি ধীরপায়ে গম্ভীর ভাবে এগিয়ে যাচ্ছেন এবং তার পিছনে দুজন শিফটার একটি প্রকান্ড দুর্গদ্বার তুলে দাঁড়িয়ে রইল। একটু পরেই দুর্গদ্বারের আকার ক্রমশ কমতে থাকে। এভাবেই বোঝানো হয় যে নাইট দুর্গদ্বার থেকে বহুদূরে চলে গেছেন। আবার, মঞ্চে দুজন শিফটারর উপস্থিতিটাও যেন স্বাভাবিক ব্যাপার।
অপর একটি দৃশ্যে যুদ্ধের বর্ণনা আছে। কাল্পনিক খাপ থেকে কাল্পনিক তলোয়ার বের করে দুজন লোকের বীভৎস যুদ্ধ হয় এবং সেই যুদ্ধে একজন মারা যায়। মরে যাওয়ার দৃশ্যটি অত্যন্ত শৈল্পিক। এরপর মৃত সৈনিকের স্ত্রী যখন কাঁদতে থাকে তখন যদি সেই সৈনিক আস্তে আস্তে উঠে মঞ্চ ছেড়ে চলেও যায়, তাতে কোনো দর্শক আশ্চর্য হয় না।