আগুন নাটক

আগুন: বিজন ভট্টাচার্য|| Agun by Bijan Bhattacharya

নাট্যকার বিজন ভট্টাচার্যের প্রথম নাটক আগুন। নাটকের প্রেক্ষাপট পঞ্চাশের মন্বন্তর। একদিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতা, আরেকদিকে অসাধু ব্যবসায়ীদের কালোবাজারি- এই দুইয়ের পরিণতিতে বাংলার বুকে এক ভয়াবহ মন্বন্তর নেমে এসেছিল। ১৩৫০ বঙ্গাব্দের এই দুর্ভিক্ষকে পঞ্চাশের মন্বন্তর আখ্যা দেওয়া হয়। সাধারণ কৃষিজিবি থেকে কারখানার শ্রমিক, এমনকি শহুরে মধ্যবিত্তদের পরিবারেও অন্নাভাব দেখা দিয়েছিল। আলোচ্য নাটকে পাঁচটি দৃশ্যের মাধ্যমে সেই দুর্ভিক্ষের ভয়াবহতা ফুটিয়ে তোলা হয়েছে।

ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বলছি, এই নাটক থেকে সব প্রশ্নের উত্তর দিতে হলে নাটকটি বারবার পড়া প্রয়োজন। আর, এই নাটকের দৃশ্যভিত্তিক, প্রতিটি লাইন ধরে যদি আলোচনা চাও তাহলে আমাকে যোগাযোগ ফর্মের মাধ্যমে জানাবে।

বিজন ভট্টাচার্যের আগুন নাটক থেকে প্রশ্নোত্তর
বিজন ভট্টাচার্যের আগুন নাটক

আগুন: গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

বিজন ভট্টাচার্যের লেখা “আগুন” নাটক থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ ১০টি প্রশ্নের উত্তর দেওয়া হলো। এর বাইরেও যদি কোনো প্রশ্নের উত্তর প্রয়োজন হয়, তাহলে আমাকে যোগাযোগ ফর্মের মাধ্যমে জানাবে।

প্রশ্ন: “আগুন” নাটকের নামকরণের সার্থকতা আলোচনা কর।

প্রশ্ন: “আগুন” নাটকের প্রেক্ষাপট সহ সংক্ষেপে নাটকটির বিষয়বস্তু আলোচনা কর।

প্রশ্ন: একাঙ্ক নাটক হিসাবে “আগুন” নাটকের সার্থকতা আলোচনা কর।

প্রশ্ন: “আগুন” নাটকের চরিত্রচিত্রণে নাট্যকারের দক্ষতার পরিচয় দাও।

প্রশ্ন: “আগুন” নাটকের নারী চরিত্রগুলির সংক্ষিপ্ত পরিচয় দাও।

প্রশ্ন: “আগুন” নাটকের প্রথম দৃশ্যের ঘটনাপ্রবাহ নিজের ভাষায় লেখো।

প্রশ্ন: “আগুন” নাটকের দ্বিতীয় দৃশ্যের ঘটনাপ্রবাহ নিজের ভাষায় লেখো।

অথবা, কৃষাণ ও কৃষাণীর কথোপকথনের মাধ্যমে যেভাবে দুর্ভিক্ষজনিত হতাশার সুর ধ্বনিত হয়েছে, তা নিজের ভাষায় লেখো।

প্রশ্ন: “আগুন” নাটকের তৃতীয় দৃশ্যের ঘটনাপ্রবাহ নিজের ভাষায় লেখো।

অথবা, দুর্ভিক্ষ কীভাবে সতীশ ও ক্ষিরির সংসারে অশান্তির আগুন লাগিয়েছিল, নাটকের তৃতীয় দৃশ্য অবলম্বনে নিজের ভাষায় লেখো।

প্রশ্ন: “আগুন” নাটকের চতুর্থ দৃশ্যের ঘটনাপ্রবাহ নিজের ভাষায় লেখো।

অথবা, হরেকৃষ্ণ ও মনোরমার কথোপকথনের মধ্য দিয়ে মধ্যবিত্ত জীবনের যে সংকট নাট্যকার তুলে ধরেছেন, তা নিজের ভাষায় লেখো।

প্রশ্ন: “আগুন” নাটকের পঞ্চম দৃশ্যের ঘটনাপ্রবাহ নিজের ভাষায় লেখো।

অথবা, আকালের দিনে কীভাবে সবাই একজোট হয়েছিল, “আগুন” নাটকের পঞ্চম দৃশ্য অবলম্বনে লেখো।

[সবকটি প্রশ্নের উত্তর শীঘ্রই দেওয়া হবে।]

দ্বিতীয় সেমিস্টারের অধ্যায়ভিত্তিক প্রশ্নোত্তরঃ 

error: Content is protected !!