বাক্যতত্ত্ব
বড় প্রশ্ন (মান-৫)
প্রশ্ন- অব্যবহিত উপাদান বিশ্লেষণের নীতিগুলি আলোচনা কর।
উত্তর- অব্যবহিত উপাদান বিশ্লেষণের তত্ত্বটির উদগাতা মার্কিন ভাষাতত্ত্ববিদ লেওনার্দ ব্লুমফিল্ড। বাক্যের অন্তর্গত পদগুলি কীভাবে জোট গঠন করে তার সন্ধান দেয় অব্যবহিত উপাদান তত্ত্ব। এর নীতিগুলি হল-
১) আভ্যন্তরীণ ঐক্য– বাক্যের অন্তর্গত যে পদগুলির মধ্যে ঐক্য বর্তমান সেই পদগুলি জোট গঠন করে। যেমন-
‘সহজ সরল মানুষেরা জীবনে শান্তি পায়’।
এই বাক্যে ‘সহজ সরল মানুষেরা’ পদদুটির মধ্যে ঐক্য সবথেকে বেশি সেইজন্য এরা জোট গঠন করেছে। যদি বলা হতো-‘সহজ সরল মানুষেরা জীবনে’ তাহলে এতটা ঐক্য থাকত না।
২) আভ্যন্তরীণ বৈচিত্র্য– এর অর্থ হল একটি জোট ভাষায় বার বার ফিরে আসে। যেমন-
‘সহজ সরল মানুষেরা বার বার ঠকে’ বা
‘সহজ সরল মানুষেরা রাগি হয় না’।
৩) স্বাধীনতা– স্বাধীনতা বলতে বোঝায় যে একটি পদজোটের কোনো একটি পদকে বাদ দিয়ে বা তার জায়গায় অন্য পদ বসিয়েও জোট ভাঙবে না। যেমন- ‘সহজ সরল মানুষেরা’ এই পদগুচ্ছের মধ্য থেকে ‘সহজ’ বা ‘সরল’ যেকোনো একটি পদ বাদ দিলেও খুব একটা তারতম্য হবে না। আবার ‘সহজ-সরল’ পদদুটিকেই বাদ দিয়ে বলতে পারি ‘সত্যবাদী মানুষেরা’।