৩) কোনো বাক্যে বহু কর্ম থাকলেও এই তত্ত্ব মুখ থুবড়ে পড়ে। যেমন- ‘সে ঘর, বাড়ি, টাকা, পয়সা, গয়না-গাটি, আসবাবপত্র কিচ্ছু চায় না’।
৪) আমাদের মৌখিক কথাবার্তায় অনেক ফাঁকি রয়ে যায়। যেমন- ‘আজ ইস্কুল না মামাবাড়ি যাব’। আসল কথাটা হল- ‘আজ আমি ইস্কুল যাব না, আজ আমি মামাবাড়ি যাব’। বাক্যের এই যে ফাঁকি সেটা অব্যবহিত উপাদান তত্ত্বে ধরা পড়ে না।
পরিশেষে বলা যায়, বাংলা বাক্য বিশ্লেষণ করতে অব্যবহিত উপাদান তত্ত্বের চেয়ে প্রচলিত ব্যাকরণ বেশি কার্যকর।