বাক্যতত্ত্ব
বড় প্রশ্ন (মান-৫)
প্রশ্ন- অব্যবহিত উপাদান বলতে কী বোঝ?
উত্তর- বাক্যতত্বের আলোচনায় অব্যবহিত উপাদান বলতে বোঝায় ঠিক আগের বা পরের স্তরটিকে। আধুনিক ভাষাবিজ্ঞানীগণ ভাষার বৃহত্তম উপাদান অর্থাৎ বাক্যকে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর উপাদানে বিশ্লেষণ করে গেছেন। মার্কিন ভাষাতত্ত্ববিদ লেওনার্দ ব্লুমফিল্ড প্রথম অব্যবহিত উপাদান বিশ্লেষণের কথা বলেছিলেন। ব্লুমফিল্ডকে অনুসরণ করে একটি বাক্যের বিশ্লেষণ করা হল-
‘আমি রাজুর দাদাকে ডাকলাম কিন্তু সে শুনতে পেল না’।
উপবাক্যের স্তর- উপরোক্ত বাক্যটিকে দুটি উপবাক্যে বিভাজন করা হল- ‘আমি রাজুর দাদাকে ডাকলাম’ আর ‘কিন্তু সে শূনতে পেল না’। এই উপবাক্যদুটি বাক্যটির অব্যবহিত উপাদান।
পদের স্তর– উপবাক্যগুলি আবার কয়েকটি পদের সমষ্টি। যথা- ‘আমি-রাজুর-দাদাকে-ডাকলাম’ এবং ‘কিন্তু-সে-শুনতে-পেল-না’। পদগুলি উপবাক্যের অব্যবহিত উপাদান।
রূপের স্তর– প্রথম উপবাক্যে ‘আমি-রাজু-র-দাদা-কে-ডাক-লাম’ এবং দ্বিতীয় উপবাক্যে ‘কিন্তু-সে-শুন-তে-পেল-না’। এই রূুপগুলি পদের অব্যবহিত উপাদান।
ধ্বনির স্তর– ‘আ-ম-ই-র-আ-জ-উ-র-দ-আ-দ-আ-ক-এ-ড-আ-ক-ল-আ-ম…… ’- এইভাবে রূপগুলিকে ধ্বনিতে বিভাজন করা হল। এই ধ্বনি হল ভাষার ক্ষুদ্রতম উপাদান এবং রূপের অব্যবহিত উপাদান।
তবে বাক্যতত্ত্বের আলোচনায় বাক্যের অব্যবহিত উপাদান বলতে বোঝায় পদ এবং পদের জোটকে।বাক্যে বিভিন্ন পদ কীভাবে জোট গঠন করে অব্যবহিত উপাদান তত্ত্ব তার হদিস দেয়।