গঠন অনুসারে বাক্যের শ্রেণিবিভাগ।

বাক্যতত্ত্ব

বড় প্রশ্ন (মান-৫)

১। গঠন অনুসারে বাংলা বাক্য কয় প্রকার ও কী কী?উদাহরণ  সহ আলোচনা কর।

উত্তর- গঠন অনুসারে বাংলা বাক্য ৩ প্রকার। যথা-

১।সরল  বাক্য,
২। জটিল বাক্য এবং
৩। যৌগিক বাক্য।

১) সরল বাক্য- যে বাক্যে একটিমাত্র সমাপিকা ক্রিয়া থাকে তাকে সরল বাক্য বলে। যেমন- রাম বিদ্যালয়ে যায়। এই বাক্যটিতে সমাপিকা ক্রিয়াটি হল ‘যায়’।

২) জটিল বাক্য- যে বাক্যে একাধিক খণ্ডবাক্য একটির সঙ্গে আরেকটি সম্পর্কযুক্ত থাকে তাকে জটিল বাক্য বলে। খণ্ডবাক্যদুটির একটি প্রধান আর একটি অপ্রধান। প্রধান খণ্ডবাক্যের উপর অপ্রধান খণ্ডবাক্যটি নির্ভরশীল থাকে। যেমন- আমি যখন কলেজ যাই রাম তখন বিদ্যালয়ে যায়।  এই বাক্যের প্রথম অংশটি দ্বিতীয় অংশের উপর নির্ভরশীল।

৩) যৌগিক বাক্য- একাধিক সরল বাক্য যখন এবং, কিন্তু, অথবা প্রভৃতি অব্যয় দ্বারা যুক্ত হয় তখন সেই বাক্যকে বলে যৌগিক বাক্য বলে। যেমন- আমি কলেজ যাই এবং রাম বিদ্যালয় যায়। এই বাক্যে দুটি সরল বাক্য ‘এবং’ দ্বারা যুক্ত হয়েছে কিন্তু কেউ কারো উপর নির্ভরশীল নয়।

error: Content is protected !!