বাক্যতত্ত্ব এমসিকিউ টেস্ট বাক্যতত্ত্ব এমসিকিউ টেস্ট বাক্যতত্ত্ব সঠিক উত্তরটি নির্বাচন করো। 1. একটি ক্রিয়াবিশেষণ জোটের উদাহরণ হল- গ্রামের শেষে কারা যেন হনহনিয়ে আসছে কোনোটিই নয় 2. একটি ক্রিয়াজোটের উদাহরণ হল- সাদা বেড়ালটা পোষা টিয়াপাখিটাকে খেয়ে ফেলবে কোনোটিই নয় 3. গঠনগত দিক থেকে বাক্য কয় প্রকার? দুই তিন পাঁচ ছয় 4. “মাঠের মধ্যে গরু চরছে”- এখানে ‘মাঠের মধ্যে’ কী ধরনের জোট? ক্রিয়াজোট বিশেষ্যজোট অনুসর্গজোট ক্রিয়াবিশেষণজোট 5. সঞ্জননী সংবর্তনী ব্যাকরণের প্রবক্তা কে? স্যোসুর নোয়াম চমস্কি পানিনি মার্ক রজেট 6. একটি বিশেষ্য জোটের উদাহরণ হল- বাবার বন্ধু ছাদের উপর বসে আছেন কোনোটিই নয় 7. বাংলা বাক্যের গঠনরীতি কী রকমের? কর্তা-ক্রিয়া-কর্ম কর্তা-কর্ম-ক্রিয়া কর্ম-কর্তা-ক্রিয়া ক্রিয়া-কর্ম-কর্তা 8. বিশেষ্যজোটের মধ্যে থাকতে পারে- বিশেষ্য, সর্বনাম, অনুসর্গ বিশেষ্য ও সর্বনাম শুধু বিশেষ্য শুধু ক্রিয়া 9. বাক্যের অব্যবহিত উপাদান বিশ্লেষণ নীতির প্রবক্তা কে? স্যামুয়েল ওয়েসলি মিলিচ উইলিয়াম জোন্স লিওনার্দ ব্লুমফিল্ড 10. “রাম এবং শ্যাম দু’ভাই”- এটি কী ধরনের বাক্য? সরল বাক্য জটিল বাক্য যৌগিক বাক্য মিশ্র বাক্য Loading … Share this: Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp Click to share on Facebook (Opens in new window) Facebook Click to share on X (Opens in new window) X Click to share on Pinterest (Opens in new window) Pinterest Click to share on Telegram (Opens in new window) Telegram Related