ক) মুক্তান্বয়ী- যেসব ভাষায় বিভক্তি, প্রত্যয়, উপসর্গ প্রভৃতির স্বতন্ত্র অস্তিত্ব বজায় থাকে সেগুলিকে মুক্তান্বয়ী ভাষা বলে। যেমন- তুর্কি ভাষা।
খ) অত্যান্বয়ী- যে সকল ভাষায় বাক্যের বাইরে শব্দের কোন স্বাধীন সত্তা থাকে না এবং বাক্যই ভাষার ক্ষুদ্রতম একক হয়, তাদেরকে অত্যান্বয়ী ভাষা বলে। যেমন- এস্কিমোদের ভাষা।
গ) সমম্বয়ী- যে সকল ভাষায় বিভক্তি, প্রত্যয়, উপসর্গ প্রভৃতি শব্দের সঙ্গে এমনভাবে মিশে যায় (বা সমন্বিত হয়) যে তাদের পৃথক করার উপায় থাকে না, তাদেরকে সমম্বয়ী ভাষা বলে। যেমন- বাংলা, হিন্দি, ইংরেজি প্রভৃতি।