সংগ্রামী মনোভাব- বাস্তব-সচেতন নিখিল জানত যে দুর্ভিক্ষ মনুষ্যসৃষ্ট। তাই দুর্ভিক্ষের সময়ে ভিক্ষা দেওয়াটা সে অস্বাভাবিক পাপ বলে মনে করত। তার মতে, যেহেতু সমস্ত মানুষের জীবন ধারণের অধিকার আছে তাই কালোবাজারীদের গুদামে মজুত খাদ্য ছিনিয়ে এনে পীড়িতদের প্রানে বাঁচানো উচিত – ভিক্ষার জন্য হাত পাতা কখনই কাম্য নয়। এই ভাবনাই নিখিল চরিত্রটিকে অন্যমাত্রা এনে দিয়েছে।