ভারতীয় গল্প অলৌকিক
লেখক- কর্তার সিং দুগ্গাল
বড় প্রশ্ন (মান-৫)
প্রশ্ন- “ঝড়ের বেগে ছুটে আসা ট্রেন থামানো গেলো, পাথরের চাঁই থামানো যাবে না কেন?”-ট্রেন থামানোর দরকার হয়েছিল কেন? ট্রেন কীভাবে থামানো হয়েছিল। ১+৪ (২০১৬)
উত্তর- কর্তার সিং দুগ্গালের ‘অলৌকিক’ গল্পে পাঞ্জাসাহেবের মানুষ বুক দিয়ে ট্রেন থামিয়ে দিয়েছিল। ট্রেন-ভর্তি ক্ষুধার্ত ভারতীয়দের মুখে অন্ন তুলে দেওয়ার জন্য ট্রেনটি থামানোর দরকার হয়েছিল।
পাঞ্জাসাহেবের মানুষ প্রথমে ট্রেন থামানোর জন্য রেল কর্তৃপক্ষকে অনুরোধ করেছিল। এই পাঞ্জাসাহেবেই গুরু নানক একসময় মর্দানার তৃষ্ণা নিবারণ করেছিলেন। সুতরাং এই শহরের উপর দিয়ে ক্ষুধার্ত-তৃষ্ণার্ত ভারতীয়রা পেরিয়ে যাবে, সেখানকার মানুষ এটা মেনে নিতে পারছিল না। তারা রুটি, পায়েস, লুচি, ডাল ইত্যাদি স্টেশনে এনে জমা করেছিল।
কয়েদিদের খাওয়ানোর পরিকল্পনা ভেস্তে যাচ্ছে দেখে সকলে মরিয়া হয়ে উঠেছিল। তারা ভেবেছিল যে রেললাইনের উপর শুয়ে থাকলে নিশ্চয় ট্রেন থামানো হবে। এই ভেবে প্রথমে পুরুষরা, তারপর মহিলারা- সকলে সারি সারি রেললাইনের উপর শুয়ে পড়েছিল। কিন্তু আশ্চর্যের বিষয় হল, ঝড়ের বেগে আসা ট্রেনটি রেললাইনের উপর শুয়ে থাকা মানুষগুলির বুকের উপর দিয়ে কিছুটা গিয়ে থেমে যায়। শুধু তাই নয়, লেখকের মায়ের বান্ধবীর বিবরণ অনুযায়ী, ট্রেনটি আবার নাকি পিছোতে শুরু করে এবং তিনি নিজের চোখে দেখেছিলেন খালপারের সেতুটির দিকে রক্তের স্রোত।