বাঙালির ক্রীড়াসংস্কৃতি
বড় প্রশ্ন (মান-৫)
প্রশ্ন- ক্রিকেটে বাঙালির অবদান আলোচনা করো।
উত্তর- ক্রিকেট খেলার জন্ম হয়েছিল ইংল্যান্ডে। সেই ইংল্যান্ডের হাত ধরেই ভারতে ক্রিকেট খেলার সূচনা হয়েছিল। ১৭৫১ সালে ভারতীয় উপমহাদেশের প্রথম ক্রিকেট ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল এই বাংলাতেই। ১৭৯২ সালে তৈরি হয়েছিল ক্যালকাটা ক্রিকেট ক্লাব এবং ১৭৯৩ সাল থেকেই বাঙালির ক্রিকেট খেলার সূত্রপাত হয়েছিল।
সত্যজিৎ রায়ের পিতামহ সারদারঞ্জন রায় ছিলেন একজন স্বনামধন্য ক্রিকেটার। শুধু ক্রিকেটার হিসেবে নয়, দুই বাংলার বুকে ক্রিকেট খেলা প্রসারের সঙ্গে তার নামটি শ্রদ্ধার সঙ্গে স্মরণীয়। ক্রিকেট খেলার নিয়ম কানুন নিয়ে প্রথম বাংলা বই ‘ক্রিকেট খেলা’ তারই লেখা।
কোচবিহারের রাজকুমার হিতেন্দ্র নারায়ণ ছিলেন প্রথম বাঙালি ক্রিকেটার যিনি ইংল্যান্ডের কাউন্টি খেলাতে অংশগ্রহণ করেছিলেন।
কয়েকজন খ্যাতনামা বাঙালি ক্রিকেটার- বাংলা ক্রিকেটের ইতিহাসে যাদের নাম স্বর্ণাক্ষরে লিখিত থাকিবে তারা হলেন এস এন ব্যানার্জি, সি এস নাইডু, মন্টু ব্যানার্জি, নীরদচন্দ্র চৌধুরী, পঙ্কজ রায়, প্রবীর সেন, শ্যামসুন্দর মিত্র, অম্বর রায়, সুব্রত গুপ্ত, কার্তিক বসু, গোপাল বসু, সম্বরণ বন্দ্যোপাধ্যায়, দীপ দাশগুপ্ত, দেবাং গান্ধী প্রমূখ।
ক্রিকেটে সফলতম বাঙালি হিসেবে যার নাম করতে হয় তিনি হলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি একজন প্রতিভাবান ক্রিকেটার এবং ভারতের জাতীয় দলের অন্যতম সফল প্রাক্তন অধিনায়ক।
বাংলার মেয়েরাও ক্রিকেটে কৃতিত্বের নজির গড়েছে। বাংলার মেয়ে ঝুলন গোস্বামী ২০১০ সালে অর্জুন পুরস্কারে ভূষিত হয়েছেন।