দ্বাদশ শ্রেণির বাংলা
মহাশ্বেতা দেবীর গল্প ভাত
বড় প্রশ্ন (মান ৫)
প্রশ্ন- “বড়ো বউ ভাবতে চেষ্টা করে…” বড়ো বউ কী ভাবার চেষ্টা করে? গল্পে তার চরিত্রের পরিচয় দাও। ১+৪=৫
উত্তর- মহাশ্বেতা দেবীর ‘ভাত’ গল্পে বড়ো বউ ভাবার চেষ্টা করছিল যে তার শ্বশুরমশাই যখন থাকবেন না, ‘তখনও চাঁদ সূর্য উঠবে কিনা’।
আলোচ্য গল্পে বাসিনীর মনিব বাড়ির চার বউয়ের মধ্যে বড় বউয়ের কথা বেশি করে জানা যায়। তার চরিত্রের উল্লেখযোগ্য দিক দিকগুলো হল-
১) সরল প্রকৃতির- বড়ো বউয়ের চরিত্রের প্রধান বৈশিষ্ট্য হলো তার সারল্য। এইজন্য তার শ্বশুরের মৃত্যুর কথা ভেবে সে কষ্ট পায় এবং ভাবার চেষ্টা করে তখন অবস্থাটা কেমন হবে। তার সরল মনে এই প্রশ্নও উঁকি দিয়ে যায় ‘তখন ও চাঁদ সূর্য উঠবে তখনও চাঁদ সূর্য উঠবে কি না’।
২) সেবাপরায়ণ- বড়ো বউ তার শ্বশুরের জন্য দই পেতে ইসবগুল দিয়ে শরবত করে দিত এবং তিনি খেতে বসার পাঁচ মিনিট আগে রুটি-লুচি করে দিত। তাছাড়াও সে শ্বশুরের বিছানা পেতে দিত এবং পা টিপে দিত।
৩) সহনশীল- বড়ো পিসিমা প্রায়ই তাকে ঠেস দিয়ে কথা শোনাতো কিন্তু বড়ো বউ সবই সহ্য করে নিত, কখনো প্রতিবাদ করত না।
৪) গুরুজনে ভক্তি- লেখিকা বলেছেন, ‘শ্বশুর তার কাছে ঠাকুর-দেবতা সমান’। এর থেকেই বড় বউয়ের গুরুজনদের প্রতি ভক্তিপূর্ণ মনোভাবের পরিচয় পাওয়া যায়।