ভাষাবিজ্ঞান ও তার বিভিন্ন শাখা
বড় প্রশ্ন (মান-৫)
প্রশ্ন- সমাজভাষাবিজ্ঞান সম্পর্কে সংক্ষেপে আলোচনা কর।
উত্তর- ভাষাবিজ্ঞানের যে শাখাটি ভাষার উপর সমাজের প্রভাব নিয়ে আলোচনা করে তাকে সমাজভাষাবিজ্ঞান (বা, Socio Linguistics) বলে। অন্যভাবে বললে, ভাষা এবং সমাজের পারস্পরিক সম্পর্ক নিয়ে ভাষাবিজ্ঞানের যে শাখাটি আলোচনা করে তাকে সমাজভাষাবিজ্ঞান বলা হয়।
সমাজভাষাবিজ্ঞানকে মূলত তিন ভাগে ভাগ করা যায়। সেগুলি হল-
১) বর্ণনামূলক সমাজভাষাবিজ্ঞান (Descriptive Socio-linguistics):- বক্তা, শ্রোতা এবং কথা বলার উপলক্ষ্য অনুযায়ী ভাষা ব্যবহারের যে ভিন্নতা পরিলক্ষিত হয় সেটিই বর্ণনামূলক সমাজভাষাবিজ্ঞানের প্রধান আলোচ্য বিষয়।
২) পরিবর্তমান সমাজভাষাবিজ্ঞান (Dynamic Socio-linguistics):- ভাষাবিজ্ঞানের এই শাখাটির কাজ হল কোন একটি বিশেষ সমাজে ভাষার উদ্ভব, বিবর্তন, প্রসারণ ও সংকোচনের উপর আলোকপাত করা। দ্বিভাষিকতা, ভাষার সংরক্ষণ, পিজিন, ক্রেওল প্রভৃতি বিষয় এর আলোচনার অন্তর্ভুক্ত।
৩) প্রয়োগমূলক সমাজভাষাবিজ্ঞান (Applied Socio-linguistics):- ভাষাবিজ্ঞানের এই শাখাটির কাজ হল মূলতঃ ভাষা শেখানোর পদ্ধতি উদ্ভাবন করা এবং ভাষানীতি রূপায়ণ করা।