ভাষাবিজ্ঞানের বিভিন্ন শাখা
দ্বাদশ শ্রেণি
বড় প্রশ্ন (মান ৫)
প্রশ্ন- ভাষাবিজ্ঞানের ফলিত শাখা হিসেবে অভিধানবিজ্ঞানের সংক্ষিপ্ত পরিচয় দাও। ৫
উত্তর- ফলিত ভাষাবিজ্ঞানের একটি অন্যতম বিভাগ হল অভিধানবিজ্ঞান বা Lexicography। ভাষাবিজ্ঞানের এই শাখাটি অভিধান রচনা সংক্রান্ত বিভিন্ন বৈজ্ঞানিক পদ্ধতি সম্পর্কে আলোচনা করে থাকে। সাধারণভাবে অভিধান বলতে বোঝায় শব্দার্থকোষ, আর অভিধান বিজ্ঞান হল অভিধান প্রণয়ন সংক্রান্ত বিজ্ঞানসম্মত আলোচনা। অভিধান হল ভাষাবিজ্ঞানের একটি সংযোগমূলক বিভাগ (Liaison divission) কারণ, অভিধানে ভাষার ধ্বনি ও অর্থের মধ্যে সংযোগ ব্যাখ্যা করা হয়।
অভিধান রচনার ধারাটি বেশ প্রাচীন। ত্রয়োদশ শতকে অভিধান বোঝাতে জন গারল্যান্ড প্রথম Dictionarius শব্দটি ব্যবহার করেন। Dictionary শব্দটির প্রথম উল্লেখ পাওয়া যায় ১৫৩৮ খ্রিস্টাব্দে স্যার টমাস এলিয়েটের লাতিন-ইংরেজি অভিধানে। যাস্কের লেখা ‘নিরুক্ত’ গ্রন্থটি ভারতের প্রথম অভিধানের মর্যাদা পায়।
আদর্শ অভিধানের গঠন- একটি আদর্শ অভিধানে শব্দের তিনটি স্তর থাকে- ১) শব্দের গঠনগত স্তর, ২) অন্বয়গত স্তর এবং ৩)বাগার্থগত স্তর। তৃতীয় স্তরে অর্থাৎ বাগার্থগত স্তরে প্রতিটি শব্দের বিভিন্ন সমার্থক শব্দ দেওয়া থাকে।
অভিধান অনেক রকমের হতে পারে। একভাষিক ও দ্বিভাষিক অভিধান বেশি ব্যবহৃত হয়। একভাষিক অভিধানে একটি ভাষার শব্দকে সেই ভাষাতেই ব্যাখ্যা করা হয় এবং সেই শব্দের একাধিক সমার্থক শব্দের উল্লেখ থাকে। দ্বিভাষিক অভিধানে একটি ভাষার শব্দকে অন্য ভাষায় ব্যাখ্যা করা হয় এবং উক্ত ভাষায় সেই শব্দের সমার্থক শব্দ দেওয়া থাকে।